Wednesday, April 16, 2014

দেখুন কি ভাবে ইউন্ডোজ সেভেন এ ফোল্ডার কে লক করবেন কোন সফটওয়্যার ছাড়াই


দেখুন কি ভাবে ইউন্ডোজ সেভেন ফোল্ডার কে লক করবেন কোন সফটওয়্যার ছাড়াই

ফোল্ডার কে লক করার জন্য আমরা অনেকে অনেক ধরনের সফটওয়্যার ব্যবহার করে থাকি, সে ক্ষেএে পাসওয়ার্ড ভুলে যান অনেকে বা অন্যান্য সমস্যায় পড়ে যান
নতুবা লক করা ফোল্ডার কে সফটওয়্যার দ্বারা এক্সেস করা যায় এবং অনেকে করে নেন এতেযিনি ফোল্ডার টি লক করেছেন তিনি তার গোপনীয়তা হারিয়ে পেলে
বিপদ গ্রস্ত হন, এবং সফটওয়্যার দ্বারা কোন ফাইল লক করা হলে সেটি কিন্তু ডিলেট করে ফেলা যায়কিন্তু আমি আজকে আপনাদের কে বিনা সফটওয়্যার এমন টিপস টি দেখাবো ভাবে আপনি ফোল্ডার লক করে থাকলে কেউ দেখতে পারবেনা এবং আপনি ছাড়া কেউ ডিলেট করতে পারবেনা সেই ফোল্ডার টি
এবং কপি পেস্ট নয়,+ আপনি যেখানে রাখবেন সেটি সেখান থেকে কেউ নাড়তে পারবেনা
চলুন আমরা শুরু করি
প্রথমে আপনার ফাইলগুলকে একসাথ করে নিন এবং একটা ফোল্ডার বানিয়ে তার ভিতর কপি করে নিয়ে নিন আপনার সমস্ত গোপনীয় ফাইল গুলকে
এবার সেই ফোল্ডার টিতে রাইট ক্লিক করুন এবং Security tab: ক্লিক করুন
এখানে আরেকটি কথা আছে সেটি হল আমরা এক পিসিকে / জন ব্যাবহার করে থাকি তাই আপনি যে ইউজার বা যে নামে আপনি লগইন করে থাকেন সেটি সিলেক্ট করুন এবং এবার ক্লিক করুন Edit:

No comments:

Post a Comment