Wednesday, April 16, 2014

আপনার কম্পিউটারকে ওয়েব সার্ভার বানান


আপনার কম্পিউটারকে ওয়েব সার্ভার বানান

খুব সহজেই আপনার নিজের কম্পিউটারকে ওয়েব সার্ভার বানাতে পারেনএজন্য আপনার কম্পিউটারটি (সফটওয়্যারটি সহ) সার্বক্ষণিক চালু থাকতে হবে এবং ইন্টারনেট সংযোগ থাকতে হবেতবে যতক্ষণ চালু থাকবে ততক্ষণ ওয়েব সার্ভার অন্যেরা ব্যবহার করতে পারবেএজন্য http://labs.opera.com/downloads/ যান এবং ৭.০৮ মেগাবাইটের ইউনাইট সফটওয়্যারটি ডাউনলোড করে ইনস্টল করুনএরপরে অপেরা ইউনাইট চালু করে বাম পাশের প্যানেল থেকে Unite এ ক্লিক করুন অথবা Tools>Opera Unite Server>Manage Service এ ক্লিক করুনএবার উপরের Start এ ক্লিক করে ওয়েলকাম ডায়ালগ বক্সে Next করুনএবার লগইন করুন (একাউন্ট না থাকলে সাইনআপ করে নিতে হবে)এবার ড্রপডাউন থেকে কম্পিউটারের নাম নির্বাচন করুন অথবা নিচের পছন্দমত লিখে Finish করুনএবার Browse বাটনে ক্লিক করে কোন ফোল্ডার শেয়ার দিতে চান তা নির্বাচন করুন Ok এবং Ok করুনএবার File Sharing ক্লিক করে ডানের Access Control থেকে Public করুন তাহলে উপরের শেয়ার লিংক দ্বারা যে কেউ ব্রাউজ করলে আপনার শেয়ার করা ফাইল/ফোল্ডারগুলো পাবে এবং ডাউনলোড করতে পারবেতবে সফটওয়্যারটি বন্ধ করলে বা সার্ভিস বন্ধ করলে ওয়েব সার্ভারটি বন্ধ হয়ে যাবেআরো বিস্তারিত জানতে দেখুন http://unite.opera.com/support/userguide/ সাইটটি

No comments:

Post a Comment