Wednesday, April 16, 2014

পেন্ড্রাইভ থেকে ভাইরাস দূর করুন সফটওয়ার ছাড়া…….


পেন্ড্রাইভ থেকে ভাইরাস দূর করুন সফটওয়ার ছাড়া…….

পেন্ড্রাইভ থেকে ভাইরাস দূর করার নিয়ম..আরেকটি কথা কিছু কিছূ ভাইরাস এই কমান্ড এর মাধ্যমে নাও কাটতে কিন্তু নির্দিষ্ট সংখ্যক ভাইরাস কাটবে ….নিচের কোডটি Start-Run-cmd লিখে ok করে কোডটি পেস্ট করুন enter দিন এবার পেন্ড্রাইভ নির্ভয়ে খুলুন  আরেক কথা এখানে g টি প্লাস ড্রাইভ বুঝানো অর্থাৎ পেন্ড্রাইবকে বুঝানো হয়েছে আপনাদের কম্পিউটারে প্লাস ড্রাইভটি ডুকানোর পর যদি  I অথবা g ,h যেটাই দেখায় সেটাই g এর জায়গায় বসাতে হবে নিচের কোডটি দেয়া হল…..
attrib -h -r -s /s /d g:\*.*
সমাপ্ত

সহজ উপায়ে বিনামূল্যে তৈরী করুন ব্যাক্তিগত ব্লগ সাইট


সহজ উপায়ে বিনামূল্যে তৈরী করুন ব্যাক্তিগত ব্লগ সাইট

প্রায় ব্লগারেরই ব্যাক্তিগত ব্লগ সাইট থেকে থাকেকেউ হয়তো টাকা খরচ করে ব্লগ সাইট তৈরী করে আবার অনেকেই বিনামূল্যে সাইট করে বিভিন্ন ব্লগে পেষ্ট করা নিজের পোষ্ট গুলোর আর্কাইভ করে রাখেনতবে আপনার কি কোন ব্যাক্তিগত ব্লগ সাইট আছে?
না থাকলে এক্ষুণি ফ্রীতে একটি ব্লগ সাইট তৈরী করে নিন
কীভাবে করবেন?
হুমকীভাবে সাইট তৈরী করবেন তার বর্ণনা দিচ্ছি
*আপনি আপনার ফ্রী ব্লগ সাইটটি তৈরী করবেন গুগল এর অন্যতম একটি প্রতিষ্ঠান ব্লগস্পট/ব্লগার.কম এর অধীনেকারণ, এখানে আপনি ফ্রী হোস্টিং,উন্নত পোষ্টিং,এসইও,কাস্টম ডিজাইন,লাইফ টাইম সাপোর্ট সহ টাকা উপার্জনের উন্নত সুবিধা পাবেন
*ফ্রী ব্লগ সাইট তৈরী করতে হলে গুগলে আপনার একাউন্ট থাকতে হবে
*আপনার ফ্রী সাইটটি তৈরী করতে http://www.blogger.com এ প্রবেশ করুন
*আপনার গুগল ই-মেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সাইনইন করে নিন
*গুগলে যদি একাউন্ট না থেকে থাকে তাহলে "সাইন আপ করুন" কিংবা "Sign Up" এ ক্লিক করে একটি একাউন্ট তৈরী করে নিন
*একাউন্ট তৈরীর ক্ষেত্রে গুগল আপনাকে যে সব নির্দেশ প্রদান করবে সেইসব নির্দেশ গুলো যথাযথ অনুসরণ করুন
(গুগল প্লাস এর জন্য একাউন্ট সাজাতে বললে সাজিয়ে নিন।)
*আপনার সাইন আপ করা হয়ে গেলে কিংবা সাইনইন করা হলে
*অতঃপর আপনি আপনার একটি ড্যাশবোর্ড পাবেন
*ড্যাশ বোর্ড পেইজের উপরের বাম দিকে "নতুন ব্লগ" কিংবা "New Blog" এ ক্লিক করুন
*তারপর যে পেইজটি আসবে সেখানে আপনার ব্লগের "টাইটেল" অতঃপর যাচাইপ্রাপ্ত "এড্রেস" অতঃপর যে কোন একটি টেমপ্ল্যাট মার্ক করে "ক্রিয়েট ব্লগ" এ ক্লিক করুন
*ব্যাস্! হয়ে গেলোআপনি পেয়ে যাবেন আপনার ব্যাক্তিগত একটি ব্লগ ওয়েব সাইট
*তখন আপনি সেখানে আনলিমিটেড পোষ্ট করতে পারবেন
*মাল্টি ইউজার পোষ্টিং এর ক্ষেত্রে আপনি আপনার কোন ফ্রেন্ডকে অথোর নিয়োগ করতে পারবেন
*এখান থেকে তৈরী করা কয়েকটি সাইট দেখুন এখানে কিংবা এখানে কিংবা এখানে
*ভালো কন্টেন্ট পোষ্ট করে আপনি আপনার ব্লগ থেকে বিজ্ঞাপনের মাধ্যমে প্রতি মাসে শুরু থেকে বিশ-ত্রিশ হাজার টাকা ইনকাম করা সম্ভব
*সেখানে কপি পেষ্ট করা থেকে বিরত থাকবেন
*পলিসি পড়ে নিতে ভুলবেন না

সয়ংক্রিয়ভাবে ডেক্সটপের ফাইল সরানো


সয়ংক্রিয়ভাবে ডেক্সটপের ফাইল সরানো

কম্পিউটারের উইন্ডোজ নষ্ট হলে বা নতুন করে ইনস্টল দিলে সাধারণত ডেক্সটপের ফাইল উদ্ধার করা কষ্টকর হয়ে উঠেতাই ডেক্সটপে ফাইল/ফোল্ডার না রাখাই নিরাপদকিন্তু অনেকেই ডেক্সটপে ফাইল বা ফোল্ডার রাখেতাদের অভ্যাসতো আর তাড়াতাড়ি বদলানো যাবে না, তাই এমন যদি হয় ডেক্সটপে ফাইল বা ফোল্ডার রাখার সাথে সাথে নির্দিষ্ট ফোল্ডারে সয়ংক্রিয়ভাবে সেগুলো স্থানান্তর হবে তাহলে তেমন হয়! Desktop Teleporter নামের এই সফটওয়্যারটি দ্বারা এই সুবিধা পাওয়া যাবেমাত্র ৮২৫ কিলোবাইটের (২.৩৫ মেগাবাইট) এই ফ্রিওয়্যার, পোর্টেবল সফটওয়্যারটি http://tchikien.donationcoders.com বা http://cli.gs/2GmA6U থেকে ডাউনলোড করতে পারবেনসফটওয়্যারটি চালু করে Folders ট্যাব থেকে কোন ফোল্ডারে ডেক্সটপের ফাইল/ফোল্ডার সরানো হবে তা দেখিয়ে দিন এবং Miscellaneous ট্যাব থেকে Auto start চেক করে সফটওয়্যাটি হাইড করুনব্যাস এখন ডেক্সটপে কোন ফাইল রেখে দেখুন তা নির্দিষ্ট ফোল্ডার মুভ হয়ে যাচ্ছে

সম্পূর্ণ ওয়েব সাইট ডাউনলোড করুন


সম্পূর্ণ ওয়েব সাইট ডাউনলোড করুন

ইন্টারনেট ব্যবহার করলে কম বেশী সবাই ডাউনলোড ম্যানেজার ব্যবহার করেযার দ্বারা ওয়েবসাইটের বিভিন্ন ফাইল সহজে ডাউনলোড করা হয়কিন্তু একটি ওয়েবসাইটের সম্পূর্ণটা কি ডাউনলোড করা যায়! ডাউনলোড ম্যানেজার ডাউনলোডষ্টুডিও সফটওয়্যার দ্বারা সাধারণভাবে ডাউনলোডের পাশাপাশি সম্পূর্ণ ওয়েবসাইট (লিংকসহ) ডাউনলোড করা যাবেএছাড়াও এর পাশাপাশি আরএএস ফেড রিডার হিসাবে ব্যবহার করা যাবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এতে অডিও ভিডিও রেকর্ডার রয়েছে যার দ্বারা কোন বিজ্ঞাপন ছাড়ায় অডিও ভিডিও (স্কিন) ক্যাপচার করা যাবেএই সফটওয়্যার একই সাথে ইন্টারনেট এক্সপ্লোরার, অপেরা, ফায়ারফক্স এবং নেটস্কেপ সমর্থন করেএবার সফটওয়্যারটি ইনষ্টল করে নিন এবং সম্পূর্ণ ওয়েবসাইট ডাউনলোড করতে যে ওয়েবসাইটটি খুলুনএখন ডাউনলোডষ্টুডিও টুলবারের Download বাটনে ক্লিক করে Complete Web Site ক্লিক করুনএবার Add Job ডায়ালগ বক্স আসবে এখানে কিছু পরিবর্তন করার থাকলে পরিবর্তন করে ওকে করুনতাহলে উক্ত ওয়েবসাইটের সকল ধরনের ফাইল ডাউনলোড হবেএখানে ওয়েবসাইট দেখা এবং ওয়েবসাইটের অভ্যন্তরিন সকল ফাইল দেখার ব্যবস্থাও রয়েছেএছাড়াও ডাউনলোড স্পিড, কিউ (সর্বোচ্চ ৫০ টি ডাউনলোড), শিডিউল ইত্যাদি নির্ধারণ করে দেওয়া যাবে২৩ মেগাবাইটের সফটওয়্যারটির ট্রায়াল সংস্করণ www.conceiva.com সাইট থেকে ডাউনলোড করতে পারবেন

দেখুন কি ভাবে ইউন্ডোজ সেভেন এ ফোল্ডার কে লক করবেন কোন সফটওয়্যার ছাড়াই


দেখুন কি ভাবে ইউন্ডোজ সেভেন ফোল্ডার কে লক করবেন কোন সফটওয়্যার ছাড়াই

ফোল্ডার কে লক করার জন্য আমরা অনেকে অনেক ধরনের সফটওয়্যার ব্যবহার করে থাকি, সে ক্ষেএে পাসওয়ার্ড ভুলে যান অনেকে বা অন্যান্য সমস্যায় পড়ে যান
নতুবা লক করা ফোল্ডার কে সফটওয়্যার দ্বারা এক্সেস করা যায় এবং অনেকে করে নেন এতেযিনি ফোল্ডার টি লক করেছেন তিনি তার গোপনীয়তা হারিয়ে পেলে
বিপদ গ্রস্ত হন, এবং সফটওয়্যার দ্বারা কোন ফাইল লক করা হলে সেটি কিন্তু ডিলেট করে ফেলা যায়কিন্তু আমি আজকে আপনাদের কে বিনা সফটওয়্যার এমন টিপস টি দেখাবো ভাবে আপনি ফোল্ডার লক করে থাকলে কেউ দেখতে পারবেনা এবং আপনি ছাড়া কেউ ডিলেট করতে পারবেনা সেই ফোল্ডার টি
এবং কপি পেস্ট নয়,+ আপনি যেখানে রাখবেন সেটি সেখান থেকে কেউ নাড়তে পারবেনা
চলুন আমরা শুরু করি
প্রথমে আপনার ফাইলগুলকে একসাথ করে নিন এবং একটা ফোল্ডার বানিয়ে তার ভিতর কপি করে নিয়ে নিন আপনার সমস্ত গোপনীয় ফাইল গুলকে
এবার সেই ফোল্ডার টিতে রাইট ক্লিক করুন এবং Security tab: ক্লিক করুন
এখানে আরেকটি কথা আছে সেটি হল আমরা এক পিসিকে / জন ব্যাবহার করে থাকি তাই আপনি যে ইউজার বা যে নামে আপনি লগইন করে থাকেন সেটি সিলেক্ট করুন এবং এবার ক্লিক করুন Edit:

ওয়েবপেজকে পিডিএফ ফাইল হিসাবে সেভ করুন


ওয়েবপেজকে পিডিএফ ফাইল হিসাবে সেভ করুনi

জনপ্রিয় ব্রাউজার মজিলা ফায়ারফক্সের সাহায্যে ইচ্ছে করলে আপনি ওয়েবপেজকে পিডিএফ ফাইল হিসাবে সেভ কেও রাখতে পারেনএজন্য আপনার পিডিএফ ইটনামের একটি অ্যাডঅন লাগবে PDF ADDON FOR FIREFOX ঠিকানা থেকে অ্যাডঅনটি নামিয়ে নিনএখন ফায়ারফক্স পুনরায় চালু করুন(রির্স্টাট)এখন ওয়েবপেজকে পিডিএফ ফাইল হিসাবে সেভ করতে ওপরের Tools মেনু থেকে Pdf It!/Save As PDF -এ ক্লিক করুনইচ্ছে করলে আপনি ইমেজ ফাইল হিসাবেও ওয়েবপেজ সেভ করে রাখতে পারেনএজন্য Pdf It!/Save As Image-G ক্লীক করুন

এক ঠিকানা থেকে অন্য ঠিকানাতে মেইল ট্রান্সফার করা


এক ঠিকানা থেকে অন্য ঠিকানাতে মেইল ট্রান্সফার করা

বিভিন্ন কারণে এক ইমেইলের মেইল অন্য মেইলে নেবার প্রয়োজন হয়জনপ্রিয় মেইল সেবাদানকারী প্রতিষ্ঠান ইয়াহু, জিমেইল, হটমেইল ইত্যাদির মধ্যে মেইল ট্রান্সফারের উপায় দিবোঅন্য মেইল থেকে জিমেইলে: পপ৩ সমর্থিত মেইল ঠিকানাগুলো থেকে জিমেইলে মেইল আনা যায়এজন্য যে ঠিকানা থেকে মেইল আনতে চান সেই মেইলে লগইন করে পপ সক্রিয় করুনএবার জিমেইল লগইন করে Settings থেকে Accounts ট্যাবে গিয়ে Add a mail account you own ক্লিক করুনএবার টেক্সট বক্সে পুরাতন ইমেইল ঠিকানা লিখে Next Step বাটনে ক্লিক করুনএখানে ইউজার, পাসওয়ার্ড, পপ সার্ভার, পোর্ট ঠিকমত লিখে (সয়ংক্রিয়বাবে চলে আসবে) Add Account এ ক্লিক করুনএবার Yes, I want to be able to send mail as…. অপশন চেক রেখে Next Steps বাটনে ক্লিক করুনএখানে একাউন্টের নাম লিখে Next Steps বাটনে ক্লিক করুনএবার Send Verification বাটনে ক্লিক করলে পুরাতন মেইল ঠিকানাতে ভেরিফিকেশন কোড মেইল আসবেউক্ত ভেরিফিকেশন কোড এখানে লিখে Verify বাটনে ক্লিক করলে একাউন্টটি উক্ত যুক্ত হবে এবং আগের মেইলের মেইলগুলো চলে আসবেএভাবে আপনি আরো পপ৩ সমর্থিত মেইল ঠিকানার মেইল জিমেইলে আনতে পারবেনএভাবে মেইল ঠিকানা যুক্ত হবার ফলে জিমেইল থেকে উক্ত ঠিকানা ব্যবহার করে মেইল পাঠাতেও পারবেন

আপনার কম্পিউটারকে ওয়েব সার্ভার বানান


আপনার কম্পিউটারকে ওয়েব সার্ভার বানান

খুব সহজেই আপনার নিজের কম্পিউটারকে ওয়েব সার্ভার বানাতে পারেনএজন্য আপনার কম্পিউটারটি (সফটওয়্যারটি সহ) সার্বক্ষণিক চালু থাকতে হবে এবং ইন্টারনেট সংযোগ থাকতে হবেতবে যতক্ষণ চালু থাকবে ততক্ষণ ওয়েব সার্ভার অন্যেরা ব্যবহার করতে পারবেএজন্য http://labs.opera.com/downloads/ যান এবং ৭.০৮ মেগাবাইটের ইউনাইট সফটওয়্যারটি ডাউনলোড করে ইনস্টল করুনএরপরে অপেরা ইউনাইট চালু করে বাম পাশের প্যানেল থেকে Unite এ ক্লিক করুন অথবা Tools>Opera Unite Server>Manage Service এ ক্লিক করুনএবার উপরের Start এ ক্লিক করে ওয়েলকাম ডায়ালগ বক্সে Next করুনএবার লগইন করুন (একাউন্ট না থাকলে সাইনআপ করে নিতে হবে)এবার ড্রপডাউন থেকে কম্পিউটারের নাম নির্বাচন করুন অথবা নিচের পছন্দমত লিখে Finish করুনএবার Browse বাটনে ক্লিক করে কোন ফোল্ডার শেয়ার দিতে চান তা নির্বাচন করুন Ok এবং Ok করুনএবার File Sharing ক্লিক করে ডানের Access Control থেকে Public করুন তাহলে উপরের শেয়ার লিংক দ্বারা যে কেউ ব্রাউজ করলে আপনার শেয়ার করা ফাইল/ফোল্ডারগুলো পাবে এবং ডাউনলোড করতে পারবেতবে সফটওয়্যারটি বন্ধ করলে বা সার্ভিস বন্ধ করলে ওয়েব সার্ভারটি বন্ধ হয়ে যাবেআরো বিস্তারিত জানতে দেখুন http://unite.opera.com/support/userguide/ সাইটটি

অফলাইনে দেখা যাবে মানচিত্র


অফলাইনে দেখা যাবে মানচিত্র

বিশ্বের মানচিত্র দেখার জনপ্রিয় সাইট হচ্ছে গুগল ম্যাপসএছাড়াও ক্লাউড মুড, ওপেন স্ট্রিট ম্যাপ, ইয়াহু ইত্যাদি রয়েছেকিন্তু এসব ম্যাপসের সাইট থেকে মানচিত্র ডাউনলোড বা অফলাইনে দেখার কোন ব্যবস্থা নেই‌তৃতীয় পক্ষের বিভিন্ন সফটওয়্যার দ্বারা মানচিত্র ডাউনলোড এবং অফলাইনে দেখা যায়এর মধ্যে জিম্যাপ ক্যাচার অন্যতম উইন্ডোজ এবং লিনাক্সের উপযোগী ফ্রীওয়্যার এই সফটওয়্যাটি http://code.google.com/p/gmapcatcher থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিনসফটওয়্যারটি চালু করে নিদিষ্ট যায়গা সার্চ করুনসাধারণত সফটওয়্যারটি চালু করার সময় Offline চেক করা থাকে অনলাইনে সার্চ করার পূর্বে তা আনচেক করুনএখন দরকারী স্থানটি ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করে রাখলে উক্ত স্থানগুলো মার্ক হয়ে থাকবে (এ্যড্রেসবারে পাওয়া যাবে) ফলে অফলাইনেও উক্ত ম্যাপটি দেখা যাবেজিম্যাপ ক্যাচার দ্বারা গুগল ম্যাপস ছাড়াও ক্লাউড মুড, ওপেন স্ট্রিট ম্যাপ, ইয়াহু, ইনফরমেশন ফ্রিওয়ে, ওপেন সাইকেল ম্যাপ, গুগল ম্যাপ ম্যাকার, ভাচুয়াল আর্থ ইত্যাদি সেবা পাওয়া যাবে

UC দিয়ে ২টি ফেসবুক ID একসাথে চালান।


UC দিয়ে ২টি ফেসবুক ID একসাথে চালান
প্রথমে একটি নতুন UC ব্রাউজার ডাউনলোড করুন..
আমরা জানি UC দিয়ে লগিনের সময় ID এবং PASSWORD অটো সেভ হয়ে যায় তাই নতুন ব্রাউসারে প্রথমে একটা ID লগিন করান যেটায় TIMELINE একটিভ.. দেখবেন যে ID টা অটো সেভ হয়ে গেসে.. তারপর ব্রাউসার থেকে বের হয়ে আবার ব্রাউসারে ঢুকে ফেসবুকে যান...যেয়ে TIMELINE টাকে অন্য একটি WINDOW তে ওপেন করুন.. যেটায় ওপেন করলেন সেটা থেকে LOG OUT করে অন্যযেকোন ID ওই WINDOW তে লগিন করান...
তারপর দেখবেন ২টা ID দুই WINDOW তে একটিভ.....

১টি ইমেইল দিয়ে খুলুন একাধিক ফেসবুক আইডি


১টি ইমেইল দিয়ে খুলুন একাধিক ফেসবুক আইডি 

১টি ইমেইল দিয়ে একাধিক
ফেসবুক আইডি খুলার এজন্য আপনার
লাগবে একটি gmail
একাউন্ট ফেসবুক এ একাধিক একাউন্ট খুলতে আপনাকে যা করতে হবে তা হচ্ছেঃ
প্রথমে http://www.facebook.com এ গিয়ে Sign up এ গিয়ে ই-মেইলের জায়গায়
আপনার ই মেইলের
মূল অংশের সাথে + লিখে যেকোন কিছু একটা লিখে @ gmail.com লিখবেন
ধরা যাক আপনার ইমেইল একাউন্ট হচ্ছে abc@gmail.com
আপনি সাইন আপের সময় লিখবেন
abc+def@gmail.com
এখানে আপনি def এর জায়গায় যেকোন কিছু লিখতে পারেন ,তা হতে পারে a বা i
বা bangladesh বা fb যেকোন কিছু
এভাবে ইমেইল দিয়ে আপনি যদি সাইন আপ করেন তবে আপনার
confirmation
code সহসব নোটিফিকেশন আপনার মূল একাউন্টেই চলে যাবে এভাবে আপনি ফেসবুক ,টুইটার সহ যে কোন জায়গায় যেকোন ক্ষেত্রে অসংখ্য একাউন্ট খুলতে পারবেন

Wednesday, April 9, 2014

পাসওয়ার্ড না জেনেই কম্পিউটারে প্রবেশ করুন সহজে |


পাসওয়ার্ড না জেনেই কম্পিউটারে প্রবেশ করুন সহজে |
আপনার কম্পিউটারে নতুন অ্যাকাউন্ট খোলার পর Administrator অ্যাকাউন্টটি আর দেখা যাবেনা এরপর আপনার নতুন অ্যাকাউন্টটিতে পাসওয়ার্ড সংযুক্ত করলেন এমতাবস্থায় পাসওয়ার্ড ভুলেগেলে কি করবেন ?
যদি Administrator অ্যাকাউন্টটিতে পাসওয়ার্ড না দেওয়া থাকে , তাহলে এর সমাধান আছে
কম্পিউটারে পাওয়ার অন করার পর যখন পাসওয়ার্ড উইন্ডোটি আসবে , তখন Ctrl+Alt চেপে ধরে Delete বাটনটি ২ বার চাপুন
এরপর নতুন একটি উইন্ডো আসবেএখানে অ্যাকাউন্ট নাম হিসেবে Administrator লিখুন এবং পাসওয়ার্ড ঘরটি ফাঁকা রেখে Enter বাটনটি চাপুন ইনশাল্লাহ কম্পিউটারটি ওপেন হবে

রিসাইকেল বিন রিনেম করা


রিসাইকেল বিন রিনেম করা

আমরা অনেকেই রিসাইকেল বিনে ডেস্কটপ আইকনের নাম পরিবর্তন করতে চাইআর এ কাজটি সম্পন্ন করা যায় নিচে বর্ণিত ধাপগুলো অনুসরণ করে :
Start->Run-এ গিয়ে regedit টাইপ করে এন্টার চাপলে রেজিস্ট্রি এডিটর ওপেন হবে
এবার HKEY_CLASSES_ROOT/ CLSID/{645FF040-5081-101B-9F08-00AA002F954E} - নেভিগেট করুন
এবার Recycle Bin -এর নাম পরিবর্তন করে আপনার কাক্সিক্ষত নাম দিন কোটেশন চিহ্ন ছাড়া